হবিগঞ্জ জেলায় সমাজসেবা অধিদফতর জনগরেণর জন্য যে সেবা দেয়
এক নজরে হবিগঞ্জ জেলার তথ্য
1. আর্থ-সামাজিক উন্নয়ন ( সুদমৃক্ত ক্ষুদ্র ঋণ )
পল্লী সমাজনসবা কার্যত্রম শুরু হতে এ পর্যন্ত প্রাপ্ত বরাদ্দ ৩১৫৬৫৩৫৫/- উপকারভোগী ৮৭৯৮৬ জন।
পল্লী মাতৃকেন্দ্র কার্যত্রম শুরু হতে এ পর্যন্ত প্রাপ্ত বরাদ্দ ৪৮৪৪১০০/- উপকারভোগী ৩৩১৪৪ জন।
এসিডদড়্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম শুরু হতে এ পর্যন্ত প্রাপ্ত বরাদ্দ ১২৭৪৫১১৪/- উপকারভোগী ১২৪০ জন।
শহর সমাজসেবা কার্যত্রম শুরু হতে এ পর্যন্ত প্রাপ্ত বরাদ্দ ৪০০০০০/- উপকারভোগী ১১৯৮ জন।
2. সামাজিক নিরাপত্তা
বয়স্কভাতা কার্যক্রম, উপকারভোগী ৪০৮২৮ জন, বছরে বরাদ্দের পরিমান ১৯৫৯৭৪৪০০/- টাকা মাথাপিছু মাসিক ৪০০/- টাকা হারে
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, উপকারভোগী ৫৬৮৩ জন, বছরে বরাদ্দের পরিমান ৩৪০৯৮০০০/- টাকা, মাথাপিছু মাসিক ৫০০/- টাকা হারে
মুক্তিযোদ্ধা সম্মানী, উপকারভোগী ২৪১৪ জন, বছরে বরাদ্দের পরিমান ১৪৪৮৪০০০০/-টাকা মাথাপিছু মাসিক ৫০০০/- টাকা হারে।
বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা কার্যক্রম , উপকারভোগী ১৪৫৬৬ জন, বছরে বরাদ্দের পরিমান ৬৯৯১৬৮০০/- টাকা, মাথাপিছু মাসিক ৪০০/- হারে
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, উপকারভোগী ২২৮ জন ছাত্র/ছাত্রী বছরে বরাদ্দের পরিমান ৯১৭৪০০/- টাকা, ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী মাসিক ৩০০/-, ৬ষ্ট শ্রেনী হতে ১০ম শ্রেনী মাসিক ৪৫০/-, উচ্চমাধ্যমিক স্তর মাসিক ৬০০/-, উচ্চতর স্তর মাসিক ১০০০/- টাকা হারে।
3. অবহেলিত, অনাথ, এতিম, অসহায় শিশুদের লালনপালন ও পুনর্বাসন কার্যক্রম
সরকারী শিশু পরিবারে মাধ্যমে উপকারভোগী ১০০ জন এতিম বালক মাথাপিছু মাসিক ২৬০০/- টাকা হারে বছরের ৩১২০০০০/- টাকা।
4. প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম
প্রতিবন্ধিতা সনদ
সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম
প্রতিবন্ধীদের বিদ্যালয় রিচালনা
5. ভবেঘুরে ও সামাজিক প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন
প্রবেশন ও আফটার কেয়ার
6. সমাজের অসহায়, দু:স্থ গরীব রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন
হাসপাতাল/চিকিৎসা সমাজসেবা কার্যক্রম
7. আর্থ সমাজিক প্রশিক্ষণ ও পুনর্বাসন
জেলা ও উপজেলা, শহর সমাজসেবা মাধ্যমে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ
8. স্বেচ্ছাসেবী সংস্থা
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও তত্ত্বাবধান
বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান ২০১৩-২০১৪ অর্থ বছরে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানার ৪২৪ জন নিবাসী, ১৬ টি প্রতিষ্ঠানের।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ/প্রতিষ্ঠানকে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে অনুদানে সহায়তা করা ২০১৩-১৪ অর্থ বছরে অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সঙগঠনের সঙখ্যা: ৪৩ টি অনুদানের পরিমান ৫৬৮০০০/-
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা মাধ্যম বিভিন্ন জাকীয় দিবস পালন ও উদ্ধধকরণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস